অবস্থানঃ কেন্দুয়া উপজেলা সদর হইতে ০৮ কি.মি. পশ্চিমে সান্দিকোনা স্কুল এন্ড কলেজের উত্তর পার্শে ৬নং সান্দিকোনা ইউনিয়ন পরিষদটি অবস্থিত।
ক) নাম– ৬নং সান্দিকোনাইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৯ বর্গমাইল।
গ) লোকসংখ্যা– ২৩,১১৫ জন।(২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা– ২৯টি।
ঙ) মৌজারসংখ্যা– ২৪ টি।
চ) হাট/বাজারসংখ্যা-৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– কেন্দুয়া বাসষ্টেশন হতে পিকাপ বা রিক্সা যোগে ০৮ কি: মি: পশ্চিমে।
জ) শিক্ষারহার– ৩৬.৭%।(২০০১এর শিক্ষাজরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৫ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৪ টি,
উচ্চবিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ৮ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ আজিজুল ইসলাম।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- বাগান বাড়ী মাজার ।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– সান্দিকোনা বাগান বাড়ী।
ঠ) পূরাতন ইউপি টিনসেট ভবন স্থাপনকাল– ১৯৩০ ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ১৪/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ– ১৫/০৯/২০১১ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ১৪/০৯/২০১৬ ইং
ঢ) গ্রাম সমূহের নাম–
চেংজানা | মোকন্দবাদ | পটুয়াপাড়া | হরিনগর |
সাহিতপুর | হারারকান্দি | সান্দিকোনা | বাঘবেড় |
পেড়ী | বিরামপুর | রমাইগাতী পূবাটী | স্বল্পমাইজহাটি |
গুচ্ছগ্রাম | টিপ্রা | হরিগাতী মাইজহাটি | দুরছাপুর |
পেড়ীরচর | সাতবারুকা | গগডী | বেলাটী |
ভংগানিয়া | আটিগ্রাম | রাইজুড়া | চাট্টা |
বালুচর | পাইমাসকা | ডাউকী | খিদিরপুর |
|
|
| চরখিদিরপুর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS